মৌলভীবাজার প্রতিনিধি \ ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন ও সমপানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ ফেব্রæয়ারি) শনিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল সদর এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন সদর সহযোগিতায় জেলা ভেটেরিনারী হাসপাতাল মাঠে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এবং প্রাণি সম্পদ বিভাগের প্রাণি সম্পদ সম্প্রসাধণ কর্মকর্তা ডা: জান্নাতুন ছেরদৌসি আক্তাওে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস ছামাদ, প্রাণি সম্পদ বিভাগের জেলা ভেটেরিনারী অফিসার ডা: এ,জেড,এম ওয়াহিদুল আলম,মৌলভীবাজার সদও মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধূরী।
অনুষ্ঠানে খামারিদেও পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ মাহমুদুল হাসান।
দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন। বিকেলে প্রাণি সম্পদ প্রদর্শণীতে অংশকারী খামারী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কারের চেক বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন