ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে পূর্ব লন্ডনে একুশের প্রভাতফেরি

gbn

আনসার আহমেদ উল্লাহ
 

গত শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ যুক্তরাজের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে প্রভাতফেরী পরবর্তী সংক্ষিপ্ত সমাপনী
বক্তিতায়  পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন,  ‘বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তার শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়া একান্ত প্রয়োজন। আমাদের ভাষা,ভাষা আন্দোলন,সমৃদ্ধ সংস্কৃতি,ঐতিহ্য মন্ডিত সংগ্রামমুখর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে তারা ও গর্ব করার মত অনেক বিষয় খুঁজে পাবে। নিজ শেকড়ের সাথে অটুট সেতুবন্ধন তৈরি হবে যা তাদের গর্বিত আত্মপরিচয়ের সন্ধানে সাহায্য করবে।‘ প্রভাতফেরি সংক্ষিপ্তসভা পরিচালনায় ছিলেন আয়োজন পরিষদের সদস্য সচিব জামাল আহমেদ খান।

 

উল্লেখ্য বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সাল থেকে প্রতিবছর লন্ডনে প্রভাতফেরির আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে বিগত দুই বছর ভার্চুয়ালি প্রভাতফেরীর অনুষ্ঠান সম্পন্ন হলেও এবার পুনরায় লন্ডনের আলতাব আলী পার্কে সশরীরে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষ ও শিশু কিশোররা একুশের প্রভাতফেরীতে অংশ নেন।

 

এরপর দুপুরে ব্রাডি আট সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,গুণীজন সম্মাননা প্রদানও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশের প্রভাত ফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্যের আহবায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব জামাল আহমেদ খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী,সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং লন্ডনের স্থানীয় শিল্পীরা । সংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজন পরিষদের প্রাক্তন সদস্য সচিব আমিন আলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সমাপনী অধিবেশনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

 

এছাড়াও এবছর প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষ থেকে বাংলা ভাসার জন্য অবদান রাখা তিন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন প্রয়াত আবদুল গাফফার চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, ডা: আহমেদ জামান।

 

প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মাহমুদ এ র‌উফ, আবেদ আলি আবিদ, আব্দুল আহাদ চৌধুরী, হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, নুর উদ্দিন আহমদ, সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন জামাল আহমদ খান, সুলতানা জলি, নুরুল ইসলাম, বাবলু খন্দকার, জুবের আক্তার সোহেল, মুনজেরিন রশীদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, কবি হামিদ মুহাম্মদ, শাহরিয়ার বিন আলী, স্মৃতি আজাদ, সাংবাদিক জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, নাসরিন মঞ্জুরী, সুশান্ত দাস প্রশান্ত প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন