ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা বিশ্বের জন্য সর্বনাশ ডেকে আনবে :ফিলিস্তিনি প্রধানমন্ত্রী-

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি ||

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা বিশ্বের জন্য সর্বনাশ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। পাশাপাশি ট্রাম্পের জয় ফিলিস্তিনের জন্যও সর্বনাশের কারণ হবে বলে তার অভিমত। ১৩ অক্টোবর মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠককালে মোহাম্মদ শতায়েহ বলেন, ট্রাম্প প্রশাসনের গত চার বছরে ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দিকে ইঙ্গিত করে মোহাম্মদ শতায়েহ বলেন, যুক্তরাষ্ট্রে যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেটিও সরাসরি ফিলিস্তিনি-ইসরায়েলি সম্পর্কের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে। এর প্রতিফলন ঘটবে ফিলিস্তিনি-আমেরিকান দ্বিপক্ষীয় সম্পর্কেও। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে ফিলিস্তিনের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপড়েন নতুন মাত্রা পায়। ফিলিস্তিনি নেতারা তাদের ভবিষ্যৎ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী মনে করেন পূর্ব জেরুজালেমকে। ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার পর ফিলিস্তিনি নেতারা বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্র আর ভালো মধ্যস্থতাকারী হিসেবে গণ্য হতে পারে না। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আলোচনায় পৌঁছাতে ফিলিস্তিন রাজি না হওয়ায় ওই সময় ওয়াশিংটনে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন পিএলওর অফিস বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন