প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজার শহরের নান্দনিক লন্ডন ক্লক টাওয়ারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কোট রোডস্থ প্রেসক্লাব সম্মুর্খে এ ক্লকের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
উপ-সহকারি প্রকৌশলী মো: আমিনুল ইসলামের পরিচালনায় ও প্যানেল মেয়র মো: নাহিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চার বারের কাউন্সিলর মাসুদ আহমদ,বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এড.রাধা পদ দেব সজল, পেসক।লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,উদ্যোক্তা ইউকে প্রবাসী মো: লিয়াকত আলী,ইউকে প্রবাসী মো: জহির মিয়া।
বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদিন সম্পাদক বকশী ইকবাল আহমদ,জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ
এ সময় সাংবাদিক,পৌর কাউন্সিলরবৃন্দ,পৌর এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন