শাহ মোহাম্মদ রাজুল আলী,মৌলভীবাজার ||
গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর অতিক্রম করে, দেশ স্বাধীনতার অর্জনের ৪র্থ দিনের মাথায় প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) এর ৫০ বছর পূর্তিতে বিশাল আকারে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ রোজ সোমবার, শাহবন্দর শাযুস সংলগ্ন মাঠে দিন ব্যাপী তিন পর্বের অনুষ্ঠানের আয়োজন করে, শাহবন্দর যুব সংস্থার সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার এর সঞ্চালনায় প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার বিল্লাহ। ২য় পর্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। ৩য় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। শাযুস পৃষ্ঠপোষক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ,এস আর মসুদ,হোসেন আহমদ,আলা উদ্দিন আলা,সাইদুজ্জামান জয়নাল,মোঃ ইমদাদুল হক চৌধুরী ,রুহেল আহমদ,নজমুল হক,নজরুল ইসলাম মুহিব। সাবেক শাযুস সভাপতি সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুর রহমান বাবুল, আব্দুল মালিক বাবুল, হাফেজ আহমদ মাহফুজ,জুবায়ের আহমদ জুবের,ফেরদৌসুর রহমান টুটু,মফিদুল ইসলাম রানা,সাহেদ আহমদ। স্থানীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ, ও ইউ পি সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের ১ম পর্বে শুরু হয় প্রধান অতিথি সহ অতিথিদের ধারা জাতীয় পতাকা, শাযুস পতাকা, ও ২২ টি প্রাথমিক বিদ্যালয়েরর এস পি এল পতাকা উত্তোলন, বেলুন উড়ানোর,শাযুস প্রামাণ্য চিত্র অবলোকন,শাযুসের গৌরবময় ৫০ বছর নামীয় 'স্মরনিকার মোড়ক উন্মোচন,শাযুস মনসুর মেধা বৃত্তি সনদ ও গরীব শিক্ষার্থীদের অনুদান, শ্রী নরেশ পন্ডিত ফাউন্ডেশন কর্তৃক শেষ্ঠ শিক্ষক ও সেরা শিক্ষার্থী, শাযুস আর্দশ কৃষক, কৃতি প্রবীণ ফুটবলার,সামাজিক ব্যাক্তিত্ব,শাযুস এলাকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। ২য় পর্বে শাযুস প্রামাণ্য চিত্র প্রদর্শন, শাযুস পৃষ্ঠপোষক সদস্যবৃন্দ, শাযুস সাবেক বর্তমান সভাপতি-সম্পাদক সম্মাননা প্রদান,শাযুস এলাকার ২০২১ সালের ৮ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান,শাযুস এলাকার ৬৫ বছর উর্ধ্বে প্রবীর্ণদের স্মৃতি চারণ ও উপহার সামগ্রী প্রদান। ৩য় পর্বে শাযুস প্রামাণ্য চিত্র প্রর্দশন আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বক্ততাদের বক্তব্যে বলেন শাহবন্দর যুব সংস্থা শাযুস,১৯৭১ সালে ২০ ডিসেম্বর, মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার ৪ দিন পর, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলা হয় এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শাযুস, দেশ ও সমাজ গঠনে ৫০ বছর দরে কাজ করে আসছে এই ঐতিহ্যবাহী সংগঠন। সবার আশা হয়তো একদিন এই সংগঠন শত জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন