জিবিনিউজ24ডেস্ক//
মাস দুয়েক আগেই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছিলেন লিওনেল মেসি। এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এই পুরস্কার গ্রহণ করার সময় তিনি জানিয়েছেন, স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
মেসি বলেন, 'অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।'
এই আনন্দের মূহুর্তে আরও একবার নিজের পরিবার ও দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, 'সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদেরকে ধন্যবাদ জানাতেই চাই এবং এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।'
বিশ্ব সেরার মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মেসিই। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা কিলিয়ান এমবাপের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। তাকে এবং আরেক ফরাসি তারকা করিম বেনজেমাকে হারিয়ে বাজিমাত করলেন মেসিই। আর তাতে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দশকে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন