এরদোয়ানের পদত্যাগ চান তুরস্কের ফুটবলপ্রেমীরা

 জিবিনিউজ24ডেস্ক//  

সম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির জেরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি উঠছে দেশটির অভ্যন্তরে। ইতোমধ্যে দেশটির কয়েকটি ফুটবল ক্লাবের সমর্থকরা এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি তুলেছেন।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও তার পরবর্তীতে বেশ কয়েকটি আফটারশক হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্কের কাহরামানমারাশ সীমান্তের অপর পাশে সিরিয়ার আলেপ্পো প্রদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই মৃতদের মধ্যে অধিকাংশই তুরস্কের। ভূমিকম্পের পর কাহরামানমারাশের বিভিন্ন শহরের ধ্বংস্তুপ থেকে ‍উদ্ধার করা মরদেহের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

মৃতের প্রকৃত সংখ্যা অবশ্য আরও অনেক বেশি। কারণ অনেক এলাকায় এখনও ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছে শত শত মৃতদেহ।

তুরস্কে এরদোয়ানের পদত্যাগের দাবি উত্থাপনকারীদের ভাষ্য, সরকারের দুর্নীতি ও দুর্যোগ মোকাবিলা কর্মীদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানো উচিত তার।

সোমবার তুর্কি ফুটবল ক্লাব বেসিকতস এর সমর্থকেরা খেলা শুরুর আগে সরকারের পদত্যাগ দাবি করেন। রোববারের ম্যাচটি ছিল অপর দল আন্তালায়াসপোরের বিপক্ষে। খেলা শুরুর সময় পুরো স্টেডিয়াম জুড়ে ‘সরকারের পদত্যাগ চাই' স্লোগান শোনা যাচ্ছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন