পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় গেট ভেঙে দারোয়ানের মৃত্যু

 জিবিনিউজ24ডেস্ক//  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে বাসার গেট। এ ঘটনায় ইউনুস বারী (৬২) নামে ওই বাসার দারোয়ান নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দারোয়ানকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত চালক টুটুল মাতব্বরকে (৪০) আটক করেছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রোববার রাত ৯ টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকের ২ নম্বর রোডের ১৩/১ নাম্বার বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন চালক টুটুল মাতব্বর। এ সময় বাড়ির দারোয়ান গেট খুলতে গেলে তিনি গাড়িটির গতি বাড়িয়ে দেন। মুহূর্তেই গেটটি ভেঙে দারোয়ানের উপরে পড়ে।

নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই- বাবার ওপর বাড়ির গেইট ভেঙে পড়েছে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ছুটে এসে দেখি আমার বাবা মারা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছি। বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই আমি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত গাড়ির চালককেও আটক করেছি।

তিনি আরও বলেন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গাড়িটির মালিক বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন