নাম পাল্টে ‘পরকীয়া জল’ রাখার পরামর্শ নেটপাড়ার!

 জিবিনিউজ24ডেস্ক//  

জি বাংলার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। বর্তমানে চর্চার কেন্দ্রে আছে ধারাবাহিকটি। নেপথ্যে এর গল্প। খল চরিত্র বেণী প্রেমে পড়ে দেবর শুভ্রর। কমবয়সে স্বামীকে হারিয়েছে সে। ওইদিকে শুভ্র তার স্ত্রী জুঁইকে নিয়ে সুখী।

এ নিয়ে ভীষণ রাগ হয় বেণীর। আর তাই নতুন এক ফন্দি এঁটেছে। তার জন্য এই কৌশল করাটা জরুরিও ছিল। কারণ নিজের ভাসুর সাম্যর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল বেণী। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এমতাবস্থায় সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে সাম্য। লোকলজ্জার হাত থেকে বাঁচতে বেণী দায় চাপায় শুভ্রর ঘাড়ে। এক ঢিলে দুই পাখি মারার বন্দোবস্ত করে। টানটান চিত্রনাট্য দর্শককে আকৃষ্ট করেছে ঠিকই। সঙ্গে লাফিয়ে বাড়ছে টিআরপিও।

তবে দর্শকদের একাংশ জানাচ্ছেন ধিক্কার। নেটপাড়ায় প্রবল ট্রোলের শিকার হচ্ছেন বেণী চরিত্রে অভিনয় করা সুদীপ্তা ব্যানার্জি। বাঙালি বাড়িতে ‘পরকীয়া’র ঘটনা দেখানো নিয়ে তোলপাড় চলছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন সোহাগ জলের ‘বেণী’ সুদীপ্তা।

তার কথায়, ‘একটা মেয়ে বিধবা। জীবনে কিছু পায়নি সে। শুভ্রকে খুব ভালোবাসে। তবে সে বদমায়েশ তো বটেই। আর বদমায়েশি করেই পেতে চায় শুভ্রকে। দর্শকের কেমন লাগছে আমি জানি না। তবে খুব রাগ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি।’

এই ধারাবাহিকের নাম পরিবর্তন করে ‘পরকীয়া জল’ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে নেটপাড়ায়। এই ইস্যু প্রসঙ্গে সুদীপ্তা বলেন, ‘সিরিয়ালে কিন্তু পরকীয়া দেখানো হচ্ছে না। যারা প্রথম থেকে ধারাবাহিকটা দেখছেন, তারা জানেন। পুরোটাই বেণীর চক্রান্ত।’

তার সংযোজন, ‘শুভ্র বউদির প্রতি বিন্দুমাত্র দুর্বল নয়। প্রথম দিন থেকে বেণী শুভ্রকে ভালোবাসে। উল্টো দিক থেকে কোনোদিনই সাড়া আসেনি। শুভ্র তার স্ত্রী জুঁইকে ভালোবাসে।’

সুদীপ্তা আরও বলেন, ‘কেন লোকজন এটাকে পরকীয়া বলছেন আমি জানি না। এটা বেণীর ওয়ান সাইডেড লাভ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয়। সে নিজেই সিঁদুর পরে নিয়েছে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন