জিবিনিউজ24ডেস্ক//
গত কয়েক মাস ধরেই জাতীয় দলের হয়ে পারফর্ম করতে পারছেন না লোকেশ রাহুল। সেটা সাদা কিংবা লাল উভয় বলের ক্রিকেটেই। অফ ফর্মে থাকা এই ব্যাটারের জায়গা হয়নি ইন্দোর টেস্টে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শুভমান গিল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তৃতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। রাহুল ও মোহাম্মদ শামির জায়গায় ফিরেছেন গিল এবং উমেশ যাদব।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে দুই পরিবর্তন। প্যাট কামিন্স এবং ম্যাট রেনশোর জায়গায় ফিরেছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরুন গ্রিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন