জিবিনিউজ24ডেস্ক//
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এবারের ‘ফিফা দ্য বেস্ট’-এ পুসকাস পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল রিচার্লিসনের গোলটি। তবে সেরা তিনে থাকলেও পুসকাস পাওয়া হয়নি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তাকে টপকে পুরস্কার জিতেছেন পোল্যান্ডের মার্সিন ওলেক্সি।
তিনি অবশ্য সাধারণ কোনো ফুটবলার নন। এক পা না থাকায় স্ক্র্যাচে ভর করে ফুটবল খেলেন তিনি। তাকে বলা হয় অ্যাম্পিউট ফুটবলার। সেই এক পা নিয়েই চোখ-ধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করেন ওলেক্সি। গোলটি ছিল গত নভেম্বরে স্তাল রেজেসজোর বিপক্ষে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন