জিবিনিউজ24ডেস্ক//
বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। বলিউডের ‘শাহেনশা’ নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। ছবির নাম ‘সেকশন ৮৪’।
বুধবার (১ মার্চ) বিকেলে তিনি এ খবর জানান। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন বিগ বি।
বিগ বি’র বক্তব্য, ‘আবারও সৃষ্টিশীল মানুষটির সঙ্গে কাজ। আবারও নতুন কোনো দিক উন্মোচন। খুব ভালো লাগছে। একই সঙ্গে উত্তেজনাও অনুভব করছি। এই ধরনের ছবি প্রতি বার আমায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’
২০১৬ সালে ঋভুর সঙ্গে অমিতাভের বড় পর্দায় প্রথম কাজ ‘তিন’। এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতাকেও নিয়েছিলেন পরিচালক। তার মধ্যে টোটা রায়চৌধুরী অন্যতম। তার আগে ২০১৪ সালে এই জুটি সিরিজ ‘যুদ্ধ’-তে কাজ করেছিলেন।
‘শাহেনশা’র সঙ্গে আবারও কাজ করতে পেরে খুশি ঋভুও। তিনি জানিয়েছেন, বচ্চন স্যারকে পরিচালনার জন্য সবাই মুখিয়ে থাকেন। বারবার সেই সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি শুটিং শুরুর জন্য মুখিয়ে আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন