অ্যাথলেটিক্সে আরেকটি সুখবর

  জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশে অ্যাথলেটিক্সে দারুণ সময় যাচ্ছে। ট্র্যাক ও ট্র্যাকের বাইরে সুখবর আসছে প্রতিনিয়ত। সর্বশেষ সুসংবাদ সাউথ এশিয়ান  অ্যাথলেটিক্স ফেডারেশেনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

২৮ ফেব্রুয়ারি মালদ্বীপের মালেতে সাফ মিটিং ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ও মিটিং এ অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক  আব্দুর রকিব (মন্টু) ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান যোগদান করেন। সেই নির্বাচনে  সাউথ এশিয়ান  এ্যাথলেটিক্স ফেডারেশেনের নির্বাচনে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক কোষাধ্যক্ষ হিসেবে  নির্বাচিত হন। এই পদে ইতিপূর্বে ১৯৯৭ সনে ৪ বছরের জন্য ( ১৯৯৭ - ২০০১ ) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন ফারুকুল ইসলাম। যিনি এখন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি।  

গতকাল রাতে দেশে ফিরে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কে আব্দুর রকিব মন্টু বলেন, ' এটা বাংলাদেশ অ্যাথলেটিক্সের অর্জন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের অ্যাথলেটিক্সকে আন্তর্জাতিক অঙ্গনে সুন্দর অবস্থানে নিয়ে যেতে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সবার সহযোগিতা চাই। ' 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন