পর্যটকদের জন্য আরও ৪টি টয় ট্রেন বাড়ানো হয়েছে দার্জিলিংয়ে

  জিবিনিউজ24ডেস্ক//  

পর্যটন মৌসুম শুরু হতেই পর্যটকদের কথা মাথায় রেখে ৪টি নতুন জয়রাইড বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ১ মার্চ শুরু হওয়া দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিজেল ইঞ্জিনে স্পেশাল টয় ট্রেন জয়রাইডগুলো চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

বিদায়ের পথে শীত। এখনই গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যেই কয়েকদিন ধরে দার্জিলিং জেলার সান্দাকফু ঢাকছে তুষারে। আর তাই গরমের ছুটি কাটাতে পর্যটকদের ঢল নামতে শুরু হয়েছে পাহাড়ে। একারণেই বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

কারণ মার্চে পরীক্ষা শেষ হতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে। আর পাহাড়ে পর্যটক এলেই তারা একবার হলেও টয় ট্রেন চড়বেই। তাই সবার সুবিধার্থে সংখ্যা বাড়ানো হলো। এই মুহূর্তে প্রতিদিন দার্জিলিং ও ঘুমের মধ্যে ৮টি জয়রাইড চলে। তা এবার বেড়ে হয়েছে ১২টি।

এই ৪টি স্পেশাল জয়রাইডে থাকছে ৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচ ৩০ আসন বিশিষ্ট ও একটি কোচে ২৯ আসন রয়েছে। 

এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর। তাই আমরা ৪টি বাড়তি টয় ট্রেন জয়রাইড চালাচ্ছি। তবে নিউজলপাইগুড়ি থেকে এসি স্পেশাল টয় ট্রেনে যাত্রী না হওয়ায় তা বাতিল করে দেওয়া হলো। আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয় ট্রেন চড়ার স্বাদ পায়। তাই জয়রাইড বাড়ানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন