তিয়াসার নতুন সম্মোহনী চমক

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র শ্যামা এবার তাক লাগিয়ে দিলেন অন্যরূপে। কাঁধ অবধি ঢেউ খেলানো চুল, গালে মেক আপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সহজ সরল শ্যামা এখন লাস্যময়ী। গায়ে উঠেছে নীল শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাকে যেন চেনার উপায় নেই!

মাথায় ঘোমটা, মাঝে মোটা সিঁথি, তাতে চওড়া করে সিঁদুর। আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে মুখে স্মিত হাসি নিয়ে এভাবেই রোজ সন্ধে বেলা বাঙালির ড্রয়িং রুমে হাজির হন তিয়াসা ওরফে ‘শ্যামা’।

 

এ নতুন লুক যেন নিমেষেই তিয়াসার সেই চেনা ছবি মুছে দিয়েছে। দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’। এ ‘লাভ বার্ডস’ মজেছিলেন রং মিলান্তিতে। সুবান নীল পাঞ্জাবিতে তিয়াসার স্বপ্নের পুরুষ, তিয়াসা নীল শাড়িতে সুবানের ‘স্বপ্নে দেখা রাজকন্যে’!

তিয়াসার এক নতুন অবতারকে ভালোবাসছেন দর্শকরা। ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট সেকশন অন্তত তেমনটাই বলছে। যে ‘শ্যামা’ কে রোজ বাঙালি শাড়ি, শাখা-সিঁদুরে দেখে অভ্যস্থ, তাদের কাছে তিয়াসার এই নতুন সম্মোহনী চমক কোনো উপহারের চেয়ে কম নয়!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন