মৌলভীবাজারে মানবাধিকার বিষয়ক সেমিনারে বক্তারা।

চা শ্রমিকদের ন্যায্য দাবি দাবি মানবিক কারনে মেনে নেওয়ার আহবান। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানবাধিকার বিষয়ক সেমিনার ও জেলা কমিটির অভিষেক অনুুষ্ঠান ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকা রেস্ট ইন রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে সংগঠনের সভাপতি জেলা বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর উপ উপাচার্য প্রফেসর ডঃ আবদুল জব্বার খান। বিশেষ অতিথি হিসেব ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর ড.মোহাম্মদ আবু তাহের । সংগঠনের সাধারণ মোহাম্মদ রুহেল খান আশরাফুল ও সহ সাধারণ সম্পাদক শাহ রাজুল আলীর যৌথ সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, পরিবেশ আন্দোলন (বাপার) আহবায়ক আ স ম সালেহ সুহেল, মৌলভীবাজার সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া,মৌলভীবাজার সদরের প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট শাহিনুল ইসলাম (এপিপি),সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কায়েদ মাহমুদ, যুক্তরাজ্য যুবলীগ সহ সভাপতি শাহাবুদ্দিন সাবুল,সিনিওর সাংবাদিক শ, ই সরকার জবলু,দৈনিক বর্তমান দিনকাল সিলেট বিভাগীয় ব্যুরোর মোঃ জোসেফ আলী চৌধুরী,মৌলভীবাজার মাধ্যমিক স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিপন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি এ কে এম আখলু, মৌলভীবাজার জজ কোটের অ্যাডভোকেট হাফেজ আব্দুল আলিম, সংগনের শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মোঃ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন তালুকদার, ব্যাংকার নুরুল ইসলাম রাকিব,শিক্ষক এম এ এম রাসেল মোস্তফা, চা শ্রমিক প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহান রবি দাস,প্রত্যাশা থিয়েটারের নির্বাহী পরিচালক প্রিয়তোষ রঞ্জন পাল,শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু। নির্বাহি পরিচালক আবদুল মোত্তাকিন শিবলু। কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুশেদ মুন্না, সৈয়দ আবু হাসান জিল্লুল,সহ-সাধারণ সম্পাদক আবু বকর,অর্থ সম্পাদক সত্রাজিৎ আচার্য, দপ্তর সম্পাদক রোহিত আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুর রহমান রাজু, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, সমাজ কল্যান সম্পাদক শেখ মোহাম্মদ তোফায়েল আহমদ,আন্তজার্তিক সম্পাদক আবদুল মুমিন খান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। মানবাধিকার বিষয়ক সেমিনারে বর্তমানে মৌলভীবাজার জেলা সহ সারাদেশে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বক্তারা বলেন দুই বৎসর পর পর মজুরি বৃদ্ধির কথা থাকলেও সর্বশেষ ২০১৯ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হয় ২০২০ সালের 31 শে ডিসেম্বর, তারপর এখনো মজুরি বৃদ্ধি হয়নি সময়ক্ষেপণ করছেন মালিকপক্ষ।দেশের বর্তমান পরিস্থিতিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে চা শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি হিসেবে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ছে, এটায় তাদের জীবন চলছে না। এজন্য তারা দৈনিক মজুরি নূন্যতম ৩০০ টাকা করার দাবি করে যাচ্ছেন। বার বার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি । যার কারণে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন নিশ্চয়ই বিষয়টি মানবিক। দেশের সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে চা-শ্রমিকরা দিশেহারা পড়ছেন। বাস্তব অবস্থা বিবেচনায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার দরকার। বক্তারা আরও বলেন মানবাধিকার জাতি-ধর্ম-বর্ণ, ভাষা, নারী-পুরুষ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য সমান ভাবে প্রযোজ্য । মানবাধিকারের সবচেয়ে বড় ২টি বৈশিষ্ট্য হলো এটি সহজাত ও অহস্তান্তরযোগ্য। মানবাধিকার একজন ব্যক্তির মর্যাদা ও সম্মানের সাথে জড়িত একটি বিষয় যা মনুষ্য সমাজের নৈতিক মানদণ্ড প্রকাশ করে । তাই অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে হলে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো দরকার । এবং সেই উন্নতির জন্য শুধুমাত্র রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলেই হবেনা সকল মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন