এবছর "দৈনিক বাঙ্গালীর কণ্ঠ"পুরস্কার ও আজীবন সম্মাননা পেলেন যারা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

সাহিত্য-সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য দেশ বরেণ্য ব্যক্তি ও গুণীজনদেরকে দেওয়া হয়েছে 'দৈনিক বাঙ্গালীর কণ্ঠ" পুরস্কার  ও আজীবন সম্মাননা ২০২৩। 

গতকাল ৪ মার্চ (শনিবার) ২০২৩ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জনপ্রিয় পত্রিকা 'দৈনিক বাঙ্গালীর কণ্ঠ' পুরস্কার ২০২৩। জমকালো অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ও বরেণ্য কবি, লেখক, অনুবাদক, আবৃত্তি শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ,কণ্ঠশিল্পী, সংগঠক, সমাজসেবকদের দেওয়া হয় এই পুরস্কার ।

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার অনুষ্ঠানটি উদ্বোধন করেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী, বীর মুক্তিযোদ্ধা তিমির নন্দী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি আসলাম সানী, সম্মানিত অতিথি ছিলেন জনপ্রিয় কবি ও সম্পাদক, মিডিয়াব্যক্তিত্ব শাহীন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দৈনিক বাঙ্গালীর কন্ঠ এর উপদেষ্টা সম্পাদক ড. খন্দকার এ. হাফিজ, বরেণ্য লেখক-গবেষক-অনুবাদক, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার কে এম আব্দুল মোমিন, বরেণ্য মিডিয়াব্যক্তিত্ব ও ৭১ টিভি'র সিনিয়র সংবাদ উপস্থাপক ফারজানা করিম প্রমুখ । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক শফিউল আজম।  অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন লেখক, সংগঠক মেহবুবা হক রুমা। 

সঞ্চালনায় ছিলেন ঢাকা সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি ও লেখক মেহেদী হাসান শোয়েব, সাংবাদিক ফাহিমা সারোয়ার সুফল, সৈয়দা হাবিবা মুস্তারিন, রোকসানা মহুয়া  ।   

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নুরুন নাহার শ্রাবনী, সাদিয়া মিকি, বোরহান এবং লিটন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন কবি সাংবাদিক ও সংগঠক এবং ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী। 

এবার দৈনিক বাঙ্গালীর কণ্ঠ আজীবন সম্মাননা ২০২৩ পেলেন যারা:
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী তিমির নন্দী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি আসলাম সানী, বরেণ্য কবি আলমগীর রেজা চৌধুরী, বরেণ্য লেখক ফরিদ আহমদ দুলাল, বরেণ্য কথাসাহিত্যিক ঝর্না রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য লেখক, গবেষক, সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ জিয়াউল হক, বরেণ্য কবি, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব শাহীন রেজা, বরেণ্য লেখক, গবেষক, অনুবাদক, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন রেজিস্ট্রার কে এম আব্দুল মোমিন প্রমুখ।

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সম্মাননা স্মারক ২০২৩ পেলেন যারা:
দৈনিক বাঙ্গালীর কন্ঠ এর উপদেস্টা সম্পাদক ড. খন্দকার এ. হাফিজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ,  দৈনিক বাঙ্গালীর কন্ঠ এর প্রধান সম্পাদক শফিউল আজম এবং জনপ্রিয় লেখক, সংগঠক মেহবুবা হক রুমা।

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার ২০২৩ পেলেন যারা :
পিয়ারা বেগম (ঔপন্যাসিক), জাহান আরা খাতুন (কথাসাহিত্যিক), আশরাফুল মোসাদ্দেক (লেখক, অনুবাদক), আওলিয়া খানম টুলটুল (প্রাবন্ধিক), দিলু রোকিবা (কবি), নাসিমা বানু (প্রাবন্ধিক) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (কবি), আয়শা জাহান নূপুর (কবি), সৈয়দ নাজমুল হাসান (সিইও, সোহরা টিভি), মোঃ আজিজুল হক (কথাসাহিত্যিক) নাদিরা ইসলাম নাইস (কবি ও কথাসাহিত্যিক), লুৎফুর রহমান চৌধুরী (কবি), বতুল রহমান (সমাজসেবক-মোজাহার হোসেন ফাউন্ডেশন), মোঃ আব্দুল হামিদ সরকার (কথাসাহিত্যিক), স্নিগ্ধা বাউল (কবি), ড. ইসরাত মেরিন (প্রাবন্ধিক), সোনিয়া তাসনিম (কথাসাহিত্যিক), শামীমা আখতার খান রুনি (আবৃত্তিশিল্পী), এম সাইদুর রহমান দুলা (শিশুসাহিত্যিক), লিনা রহমান (শিশুসাহিত্যিক), আইভি সাহা (গীতিকার), মেহেরুন্নেছা (কথাসাহিত্যিক), মোহাম্মদ আব্দুল মান্নান ( মরনোত্তর কবি), ফারজানা করিম (গণমাধ্যম ব্যক্তিত্ব), লায়লা বিলকিস (কবি), মাহবুবা আরিফ সুমি (গল্পকার), মোঃ অরিদুল্লাহ্ (কবি), দিলরুবা আইরিন পম্পি (কবি), বাণী ডিয়ায (গল্পকার), শাহনাজ পারভীন মিতা (কবি), রানা জামান (গল্পকার), কানিজ ফাতেমা রোজী (কবি), মোঃ মতিয়ার রহমান (কবি), মাকসুদা আন নাহাল (কবি), বৃষ্টি মাসুদ (কবি), সুলতানা নুরজাহান রোজী (কথাসাহিত্যিক), ডা: অর্থি সাহা (কণ্ঠশিল্পী), তাহেরা আখতার চৌধুরী (কথাসাহিত্যিক), মাসুদা তোফা (শিক্ষাবিদ), মোহাম্মদ আফজাল হোসেন খান (বন্যপ্রাণী আলোকচিত্রী), আজাদী সুলতানা রুমি (প্রকৃতি আলোকচিত্রী), স্বপন রেজা (গবেষক), মোঃ আফজাল হোসেন (কবি), দালান জাহান (কবি), সামুয়েল মল্লিক (কবি), মহুয়া বাবর (গীতিকার-কণ্ঠশিল্পী), সাফিকা নাসরিন মিমি (কণ্ঠশিল্পী), আবু সালেহ আহমদ (লোকসাহিত্য গবেষক), নুরুন নাহার লিলিয়ান (ঔপন্যাসিক), আব্দুর রহমান রনি (সংগঠক), মোহাম্মদ বদরুদ্দোজা (প্রাবন্ধিক), শোভা চৌধুরী (কবি), ফারহানা হোসেন (কবি), মোঃ শাহাদাত হোসেন (মাহি টেলিকম এ টু জেড, রাজনিতিবিদ, সমাজসেবক), ফারদিন আহমেদ (অদম্য মেধাবী), সৈয়দ একতেদার আলী (আবৃত্তি শিল্পী), শাহাদাত হুসাইন (সম্পাদক, প্রবাসের গল্প সিরিজ), মাঈন উদ্দিন (কবি), হায়াত কামাল (কবি), জেসমিন সুলতানা (কবি), কামরুন নাহার শিপু (কণ্ঠশিল্পী), মো: এবাদুল আল জাফর (কবি), সালমা সুলতানা (গীতিকার), জেবুন্নেছা মুনিয়া (কবি), জান্নাতুন নাঈমা নওরীন (অদম্য মেধাবী), আসমা খানম (শিক্ষাবিদ) প্রমুখ।

অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তি ও কবি, লেখকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, সংগঠক ও সংগঠনকে দেওয়া হয়েছে 'ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ' বর্ষসেরা পুরস্কার ২০২২। 

ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (বর্ষসেরা পুরস্কার ২০২২) পেলেন যারাঃ

মেহেরুন্নেছা (বর্ষসেরা কথাসাহিত্যিক), সুলতানা নুরজাহান রোজী (বর্ষসেরা কথাসাহিত্যিক), লায়ন দিদার সরদার (বর্ষসেরা মানবাধিকার সংগঠক), আওলিয়া খানম টুলটুল (বর্ষসেরা মুক্তিযুদ্ধ গবেষক), ফারহানা হোসেন (বর্ষসেরা কবি ও উপস্থাপক), ডাঃ মোকলেসুর রহমান মুকুল (বর্ষসেরা সামাজিক উন্নয়ন সংগঠক), জান্নাতুন নাঈম (বর্ষসেরা সমাজসেবক)।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন