ফ্লাইটে সহযাত্রীর গায়ে প্রস্রাব করল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

 জিবিনিউজ24ডেস্ক//  

ফের ফ্লাইটে প্রস্রাব কাণ্ড। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসার সময় ফ্লাইটে এক যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ঘটনার সময় তিনি মাতাল ছিলেন ও ঘুমাচ্ছিলেন।

নিউইয়র্ক-নয়াদিল্লিগামী একটি ফ্লাইটে শনিবার এই ঘটনা ঘটে। রোববার (৫ মার্চ)) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক থেকে ভারতের নয়া দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের এএ২৯২ নম্বরের ওই ফ্লাইটটি স্থানীয় সময় গত শুক্রবার রাত সোয়া ৯টায় নিউইয়র্ক থেকে উড্ডয়ন করে এবং প্রায় সাড়ে ১৪ ঘণ্টার উড্ডয়ন শেষে শনিবার রাত ১০টা ১২ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করে। 

দিল্লি বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ‘অভিযুক্ত যাত্রী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে মদ্যপ অবস্থায় ছিল এবং একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে। পরে সেটি কোনোভাবে পাশে থাকা একজন সহযাত্রীর গায়ে লাগে এবং ভুক্তভোগী ওই যাত্রী পরে ক্রুদের কাছে অভিযোগ করেন।’

সূত্রটি আরও জানিয়েছে, প্রস্রাবকাণ্ডের পর সঙ্গে সঙ্গেই ওই যাত্রী পাশে থাকা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। এছাড়া যে যাত্রীর গায়ে প্রস্রাব লাগে, তিনিও অভিযোগ জানাতে রাজি ছিলেন না। কারণ এতে করে অভিযুক্ত শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং দিল্লির বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) অভিযোগ জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যাত্রী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র থেকে মদ্যপ অবস্থায় তিনি ফ্লাইটে উঠেছিলেন। এরপরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ঘুমন্ত অবস্থাতেই তিনি প্রস্রাব করেন এবং তা পাশে সহযাত্রীর গায়ে লাগে। এরপরই ওই যাত্রী ফ্লাইটের ক্রুর কাছে অভিযোগ জানান।

তবে ওই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়ায় ওই যাত্রী আর অভিযোগ জানাতে চাননি। তবে সম্প্রতি ভারতের ফ্লাইটে একাধিকবার প্রস্রাব কাণ্ড এবং তারপরে ডিজিসিআইর পক্ষ থেকে কড়া নির্দেশনার কারণে এয়ারলাইন্সটি দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলে অভিযোগ জানায়।

পরে ফ্লাইট অবতরণের পর সিআইএসএফের কর্মকর্তারা অভিযুক্ত যাত্রীকে আটক করেন এবং দিল্লি পুলিশের হাতে তুলে দেন। বিমানবন্দরের অন্য একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ফ্লাইটটি অবতরণ করার সাথে সাথেই অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পাশাপাশি পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। গত বছরের নভেম্বর মাসে নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে শঙ্কর মিশ্র নামক এক ব্যক্তি তার সহযাত্রী এক নারীর শরীরে প্রস্রাব করে দেন।

এক মাস পর বিষয়টি সামনে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিজিসিএর পক্ষ থেকে সেসময় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়। মূলত ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযোগ না জানানোর জন্য এয়ার ইন্ডিয়াকে ওই জরিমানা করা হয়েছিল।

অন্যদিকে অভিযুক্ত ওই ব্য়ক্তিকে চার মাসের জন্য ফ্লাইটে যাতায়াত করা থেকে নিষিদ্ধ করা হয়।

ভারতের সিভিল এভিয়েশন বিধি অনুসারে, যদি কোনও যাত্রীকে অযৌক্তিক আচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়, তবে ফৌজদারি আইনের অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এর পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইটে ভ্রমণ করা থেকেও নিষিদ্ধ করা যায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন