প্রোটিয়াদের টি-টোয়েন্টির নেতৃত্বে মার্করাম

  জিবিনিউজ24ডেস্ক//  

সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে রান পাচ্ছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার টেম্বা বাভুমা। সে কারণে শুধুমাত্র অধিনায়কত্বের জোরেই তিনি টি–টোয়েন্টি দলে আছেন বলে সমালোচনা তৈরি হয়েছিল। এরপরই নড়েচড়ে বসে আফ্রিকান ক্রিকেট বোর্ড। বাভুমাকে টি–টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আরও অবনমন হয়ে তিনি টি-টোয়েন্টির দলেও জায়গা হারিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইডেন মার্করাম।

আগামী ২৫ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এতে এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল গঠন করা হয়েছে। তবে দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির এই সিরিজ দিয়ে দলে ফেরার গুঞ্জন থাকলেও তাকে ফেরাতে ব্যর্থ হয়েছে বোর্ড।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন প্লেসি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি এবং ওয়ানডে দলে ছিলেন না। উইন্ডিজদের বিপক্ষে তাকে দলে রাখতে চেয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু দলটির সাদা বলের কোচ রব ওয়াল্টার তার সঙ্গে কথা বললেও কাজ হয়নি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ হিসেবে স্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনি। তবে শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সাবেক পেসার রোরি ক্লেইনভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উইন্ডিজদের বিপক্ষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত দলে কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন তারা। তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান ত্রিস্তান স্টাবসকে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রেইজ শামসি ও ত্রিস্তান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, আন্দিলে ফিকোয়া, ত্রিস্তান স্টাবস, লিজাড উইলিয়ামস, রেসি ফন ডার ডুসেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন