জিবি নিউজ ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সহ সভাপতি নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার শহরে কয়েক শতাধিক মোটরযান দিয়ে শোডাউন দেওয়া হয়েছে।
(০৬ মার্চ) সোমবার জেলা যুবদলের সভাপতি নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ঢাকা থেকে ফেরার পথে জেলা যুবদলের নেতৃবৃন্দরা ফুলের মালা দিয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাহারমর্দন গ্রামের বাড়ীতে কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত দোয়া পরিচালনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ফয়ছল আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত সহ জেলা যুবদলের সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদর উপজেলা যুবদল ও সদর পৌর যুবদল সহ জেলা স্বেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন