বিশেষ প্রতিনিধিঃসিলেটে পুলিশি নির্যাতনে যুবক রায়হানের মৃত্যুর ঘটনায় বরখাস্ত হওয়া বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবরের বিষয়ে তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ডিও লেটার পাঠান বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে সিলেট মহানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়ার অপকর্ম নিয়ে প্রকাশিত সংবাদে সিলেটবাসী তথা সিলেটের এমপি হিসেবে আমাকে খুবই বিব্রত ও মর্মাহত করেছে। আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিশ্চয়ই অবগত আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের স্রোতে এগিয়ে যাচ্ছে, তখন এরকম সংবাদ (পুলিশের অপরাধ বিষয়) জনমনে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করে। প্রকাশিত খবরের (আকবরের অপরাধের) বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। গত রোববার সকালে সিলেট এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে মারা যান সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বাসিন্দা রায়হান আহমদ। পুলিশের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মারা গেছেন রায়হান। কিন্তু রায়হানের পরিবার জানায় বন্দর ফাঁড়িতে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। ঘটনার দিন রাতে রায়হানের স্ত্রী তানিয়া আক্তার তিন্নি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এদিকে সেই অভিযোগের ভিত্তিতে ফাঁড়িতে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রাথমিক সত্যতা পাওয়ায় গত সোমবার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন