জিবিনিউজ24ডেস্ক//
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন তিনি। এই ফরোয়ার্ডের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও সেদিন শিরোপা হাতছাড়া হয়েছিল ফ্রান্সের।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হারলেও এমবাপের পারফরম্যান্সের প্রশংসা ঝরেছে প্রতিপক্ষ দলের অধিনায়ক লিওলেন মেসির কণ্ঠেও। এমবাপের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন তার এই পিএসজি সতীর্থ।
মেসি বলেন, 'রোমাঞ্চকর এক ফাইনাল ছিল। যেভাবে ম্যাচ এগিয়েছে, শ্বাস থামিয়ে দেওয়ার মতো ছিল। কিলিয়ান ফাইনালে তিনটা অবিশ্বাস্য গোল করেছে। তারপরও সে চ্যাম্পিয়ন হতে পারল না। এটা রোমাঞ্চকর একটা ঘটনা।'
২০১৮ বিশ্বকাপেও ফাইনালে খেলেছিল ফ্রান্স। সেই বছর ট্রফিও ঘরে তুলেছিল তারা। যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এমবাপে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে টিন এইজে বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বাদ পেয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।
এ প্রসঙ্গে মেসি বলেন, “এমবাপে আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। ও চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কেমন ভালোভাবেই জানে। বিশ্বকাপের ফাইনালও ফুটবল বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকল।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন