মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদ হারালেন নেড প্রাইস

জিবিনিউজ24ডেস্ক//  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নেড প্রাইসকে। এখন থেকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলন পরিচালনার পাশাপাশি  সংবাদ মাধ্যমে বক্তব্য ও সাক্ষাৎকার দেবেন।

৮ মার্চ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্লিনকেন নিজেই। বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘২০২০ সালের ২০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব নেন নেড। তারপর থেকে অত্যন্ত দক্ষভাবে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন ব্রিফিং পরিচালনা করেছেন, সাংবাদিকদের কঠিন সব প্রশ্নের জবাবে খুব সহজভাবে আমাদের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক আলোচনা করেছেন।’

‘মুখপাত্র হিসেবে এ পর্যন্ত মন্ত্রণালয়ের ২০০টি ব্রিফিংয়ে অংশ নিয়েছেন নেড। সাংবাদিকদের সঙ্গে তিনি নিজের সহকর্মীদের মতো ব্যবহার করেন এবং সাংবাদিক সমাজে ইতোমধ্যে একটি সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।’

‘আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন নেড এবং তার এটি মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে তার কাজের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা রেখেছে। ব্যাক্তিগত পর্যায়ে, পররাষ্ট্র বিভাগের অন্যান্য সদস্যদের মতো আমিও নিয়মিত তার পরামর্শ দ্বারা উপকৃত হয়েছি।’

‘এবং আমার সৌভাগ্য, ভবিষ্যতেও আমি উপকৃত হবো। কারণ, এখন থেকে নেড আমার প্রতিনিধি হিসেবে কাজ করবেন।’

বিবৃতিতে ব্লিনকেন আরও বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই সংবাদপত্রের স্বাধীনতায় এবং অন্যান্য দেশের প্রতি স্বচ্ছ ও মুক্ত কূটনীতিতে বিশ্বাসী। দেশের জাতীয় নীতি প্রচারের ক্ষেত্রে নেড প্রাইসের গত তিন বছরের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসনীয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন