বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের

জিবিনিউজ24ডেস্ক//  

ফায়ার সার্ভিস ও রাজউকের বিধিমালা ভবন মেনে ভবন নির্মাণের অনুরোধ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)।

সংগঠনটি জানায়, অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে সংগঠনটি এ তথ্য জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম মাহাম্মুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের বিল্ডিং ও ফ্যাক্টরি ন্যাশনাল বিল্ডিং কোড মেনে, রাউজকের বিধিমালা মেনে, অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করি। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক হ্রাস পাবে, কমে আসবে এবং এসব ঘটনা ঘটবেই না। 

তিনি আরও বলেন, রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রে সংস্কার হয়েছে। এজন্য আজকে ৯৫ ভাগ গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিমালা মেনে চলি তাহলে সিদ্দিক বাজারের মতো ঘটনা ঘটবে না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন