ফসলি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত

জিবি নিউজ ডেস্ক ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সার্বিক তথ্যাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জাকির মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” মতে জাকির মিয়া নামক ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন