রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৩ই মার্চ মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ওয়েস্টার্ন রেস্টুরেন্টের সামনে সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত সহ সদর উপজেলা যুবদল ও সদর পৌর যুবদল এবং রাজনগর উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলকে পুঁজি করে যাতে আইন-শৃঙ্খলার অবনতির যাতে না ঘটে এজন্য মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী,রতন কুমার এসআই (সেকেন্ড অফিসার)সহ, মডেল থানার সকল এএসআই/এসআই সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন