আজ গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

জিবিনিউজ24ডেস্ক//  

দলীয় এক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতন করার অভিযোগে ২০২০ সালের ২০ আগস্ট জেবা চৌধুরী নামের এক বিচার বিভাগীয় মেজিস্ট্রেট এবং এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এ হুমকির পর ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। কিন্তু ইমরান খান কয়েকবার মামলায় হাজিরা দেননি। এর জেরে সোমবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।  

আর আদালতের এ নির্দেশ পালনে মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ইমরান খানকে গ্রেপ্তারে মরিয়া বর্তমান সরকারের নির্দেশ পালনে মঙ্গলবার সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল।  

একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে যেতে পারেন।

তবে সূত্রটি জানিয়েছেন, জামান পার্কে যাওয়ার আগে ইসলামাবাদ পুলিশ ইমরানের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

হুমকি ছাড়াও তোষাখানা মামলায়ও ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন।

তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতে ফিরে যেতে হয়।

এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চ্যুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ, তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন এমন যুক্তি দিচ্ছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন