এমপি নিক্সনের বিচারের দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন

জিবিনিউজ 24 ডেস্ক //

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও ইউএনওর ফোনে এসিল্যান্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর নিক্সনের বিরুদ্ধে ভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান, সোবাহান মুন্সী, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

এ সময়ে আকরামুজ্জামান বলেন, ‘স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী গত ১০ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক, ভাঙ্গার এসিল্যান্ড ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। অবিলম্বে নিক্সন চৌধুরীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি করছি।’

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাকে এমপি সাহেব রাজাকার বলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এমপি নিক্সন চৌধুরী চরভদ্রাসনের ইউএনও জেসমিন সুলতানাকে ফোন দিয়ে নির্বাচনের দায়িত্বরত ভাঙ্গার এসিল্যান্ড মুহাম্মদ আল-আমিনকে উদ্দেশ্য করে গালিগালাজের একটি ফোন আলাপের অডিও ভাইরাল হয়।

পাশাপাশি ১০ অক্টোবর রাতে চরভদ্রাসনে এক সভায় এমপি নিক্সন চৌধুরী কর্তৃক ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তবে নিক্সন চৌধুরী দাবী করেন, এই অডিও ও ভিডিওটি সুপার এডিট করা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন