জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান! কেন হলো না শেষমেশ

 জিবিনিউজ24ডেস্ক//  

বলিউডে বিয়ের ফুল অহরহ ফুটলেও ‘ফরএভার সিঙ্গল’ তালিকায় নাম তুলেছেন সালমান খান। বিয়ে হোক বা না হোক প্রেমিকার সংখ্যায় কোনোদিনই ঘাটতি পড়েনি তার। বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে সালমানের সঙ্গে। এবার জানা গেল তিনি প্রেমে পড়েছিলেন জুহি চাওলার।

ক্যাটরিনা বা ঐশ্বরিয়া সালমানের সম্ভাব্য পাত্রীর তালিকায় থাকলেও জুহি চাওলার নাম সেই তালিকায় ছিল জানেন না অনেকেই। তবে সম্প্রতি টুইটারে সালমান খানের সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সালমান বলছেন, জুহি খুব মিষ্টি মেয়ে। এরপরই ভাইজানের সংযোজন তিনি অভিনেত্রীর বাবার কাছে জুহিকে বিয়ের প্রস্তাব রেখেছিলেন।

এরপরই প্রশ্নকর্তার জিজ্ঞাসা, ‘কী উত্তর দিলেন অভিনেত্রীর বাবা?’ উত্তরে সল্লুভাই জানান, তিনি প্রত্যাখ্যান করেছিলেন সালমানের প্রস্তাব। ভাইজানের ধারণা সম্ভবত, তার রোজগার দেখেই এই প্রস্তাবে রাজি হননি তিনি।

ভিডিও দেখে একজনের মন্তব্য, ‘হৃদয় ভাঙার মুহূর্ত’। অপরজন মজা করে লিখেছেন, এরপর থেকেই আর কাউকে বিয়েই করলেন না ভাইজান। 

প্রসঙ্গত, জুহি চাওলা ও সালমান খানকে ১৯৯৭ সালে ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে দেখা যায়। এরপর আর কোনো ছবিতেই একসঙ্গে জুটি বেঁধে পর্দায় আসেননি এই দুই বলি-তারকা। তবে পুরনো এই সাক্ষাৎকারের ভিডিও অনেক স্মৃতি উসকে দিল নেটিজেনদের মনে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন