ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গাভী পালন বিষয়ে প্রশিক্ষিত হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বকনা বাচুর বিতরণ করো হয়েছে।
বুধবার বিকালে সুনামগঞ্জ বিসিক মাঠে বকনা বাচুর বিতরণ করেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহীনুর আলম,সদর উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: মান্না রায়,পৌর সভার প্যানেল মেয়র আহমদ নুর,ওয়ার্ল্ড ভিশন’র এপি ম্যানেজার ষ্ট্রীপ তাপস চিসিম,কাজল দ্রং,প্রোগ্রাম অফিসার উওম কুমার চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য.-সুনামগঞ্জ পৌর সভার ১-৯ ওয়ার্ড়ের গাভী পালন বিষয়ে প্রশিক্ষিত হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৮৯ টি বকনা বাচুর বিতরণ করো হয়েছে।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন