জিবিনিউজ24ডেস্ক//
প্রায় এক যুগ আগে নরওয়েতে বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় ও অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নড়েচড়ে বসে ভারত। সেই ঘটনা নিয়ে ছবি বানালেন অসিমা ছিব্বর। নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। মূল চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য।
‘মর্দানি ২’-এর তিন বছর পর বড় পর্দায় রানির ‘কামব্যাক’। ছবির প্রচারে এখন ব্যস্ত নায়িকা। রানিকে সাবেকি সাজেই বেশি দেখা যায়। মাথা ভর্তি সিঁদুর, বড় টিপ আর সিল্কের শাড়ি মানেই রানি। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর রানিকে খুব বেশি পশ্চিমি পোশাকে দেখতে পাওয়া যায় না। এবার ছক ভাঙলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রানি ধরা দিলেন একেবারে ছক ভাঙা সাজে। রানির পরনে ফ্লোরাল প্রিন্টেড স্যুট। ক্রিম রঙের স্যুট, চোখে মোটা ফ্রেমের চশমা, পনিটেল বাঁধা চুল! রানির নতুন লুকে বেশ মজেছেন তার অনুরাগীরা।
বিয়ের আগে রানি পোশাক নিয়ে কমবেশি পরীক্ষা-নিরীক্ষা করতেন। তবে বিয়ের পর কোথাও যেন সেই রানিকে দেখতে পায়নি দর্শক। বহু দিন পর ছকভাঙা সাজে ক্যামেরাবন্দি হলেন নায়িকা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন