জিবিনিউজ24ডেস্ক//
আবারও আইন ভেঙে পুলিশের তোপে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়ম ভাঙতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে।
দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনো ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হলো সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লেস থাকা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম মানেননি ঋষি।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান। পরে কুকুরটির গলায় লেস বাঁধা হয়। ধারণা করা হচ্ছে, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল।
এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পরার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন