রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন হয়েছে আজ (১৬ই মার্চ) রোজ বৃহস্পতিবার বিকেল ০৩.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে। এই ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার জেলা পুলিশের ৪ টি দল অংশগ্রহণ করছে।
প্রথম ম্যাচে শ্রীমঙ্গল সার্কেল একাদশ এবং সদর সার্কেল একাদশ মুখোমুখি হয়। শ্রীমঙ্গল সার্কেল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে কুলাউড়া সার্কেল একাদশ এবং পুলিশ লাইন্স একাদশ মুখোমুখি হয়। পুলিশ লাইন্স একাদশ ৬-২ গোলে কুলাউড়া সার্কেল একাদশকে পরাজিত করে।
এদিকে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টুর্নামেন্টের ফাইনালে পুলিশ লাইন্স একাদশ এবং শ্রীমঙ্গল সার্কেল একাদশ মুখোমুখি হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন