বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি

  জিবিনিউজ24ডেস্ক//  

করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধের কারণে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা হারিয়েছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এর দুই বছর পর কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে হারিয়ে পুনরায় বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা ফিরে পেল চাঙ্গি।

যুক্তরাজ্যভিত্তিক এভিয়েশন শিল্প সমালোচক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স চলতি বছরের সেরা আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা ঘোষণা করেছে। প্রত্যেক বছর যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত করে স্কাইট্র্যাক্স। সেই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস-২০২৩ ঘোষণা করেছে স্কাইট্র্যাক্স।

এতে আন্তর্জাতিক যোগাযোগ হাব সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে হারিয়ে বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে। এছাড়া জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে।
dhakapost
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

তবে বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় যুক্তরাষ্ট্রের কোনও বিমানবন্দরের জায়গা হয়নি।

প্যারিসের চার্লস ডি গল ইউরোপের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে। স্কাইট্র্যাক্সের সেরা বিমানবন্দরের তালিকায় গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে চার্লস ডি গল। সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে। গত বছর এই তালিকায় ২৭তম স্থানে থাকলেও চলতি বছরে ১৮তম অবস্থানে উঠে এসেছে এই বিমানবন্দর।

চাঙ্গি বিমানবন্দর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লি সিও হিয়াং বলেছেন, চাঙ্গি বিমানবন্দর দ্বাদশ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের সুনাম অর্জন করেছে। এই স্বীকৃতি আমাদের বিমানবন্দর সংশ্লিষ্টদের জন্য ব্যাপক উৎসাহের; যারা গত দুই বছরে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়ভাবে লড়াই করেছেন।

২০২৩ সালের বিশ্বের সেরা ২০ বিমানবন্দর

১. সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর
২. দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর
৪. সিউলের ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর
৫. প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর
৬. ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর
৭. মিউনিখ বিমানবন্দর
৮. জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর
৯. টোকিওর নারিতা বিমানবন্দর
১০. মাদ্রিদের বারাজাস বিমানবন্দর
১১. ভিয়েনা আন্তর্জাতিক বিমাবন্দর
১২. হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমাবন্দর
১৩. রোমের ফিউমিসিনো বিমাবন্দর
১৪. কোপেনহেগেন বিমাবন্দর
১৫. কানসাই বিমাবন্দর
১৬. সেন্ট্রাইয়ার নাগোয়া বিমানবন্দর
১৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
১৮. সিয়াটল-তাকোমা বিমানবন্দর
১৯. মেলবোর্ন বিমানবন্দর
২০. ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন