চলে গেলেন ভারতের প্রথম অস্কার বিজেতা ভানু আথাইয়া

জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতীয় চলচিত্র দুনিয়ায় নক্ষত্রপতন। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর অবশেষে চলে গেলেন ভারতীয় সিনেমার জগতে সর্বপ্রথম অস্কার বিজেতা কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত 'গান্ধী' ছবির সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সন্মানিত হন ভানু। আজ চন্দনবাড়ি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মেয়ে রাধিকা গুপ্ত জানিয়েছেন,' আট বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পরে ভানুর। শেষ বছর শয্যাশায়ী হয়েই ছিলেন। শরীরের একাংশে বাসা বেঁধেছিল পক্ষাঘাতও। আজ সকালেই চলে গেলেন তিনি।

উল্লেখ্য ২০১২ সালে তিনি একাডেমি অফ মোশন পিকচার্সকে ফিরিয়ে দিয়েছিলেন তার অস্কারের স্মারক, কারণ আশঙ্কা করেছিলেন এখানে হয়তো যথাযথ রক্ষণাবেক্ষন হবে না। নিজের কেরিয়ারে প্রায় ১০০র ও বেশি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে গুলজারের ছবি লেকিন (১৯৯০ ) এবং আশুতোষ গোয়াড়েকরের লাগান (২০০১) ছবির সৌজন্যে দুবার ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন