রানির ছবিতে আপত্তি জানাল নরওয়ের রাষ্ট্রদূত

  জিবিনিউজ24ডেস্ক//  

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকা চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এক যুগ আগে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এবার ছবিটির গল্প নিয়ে আপত্তি তুললেন ভারতে থাকা নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড।

গতকাল (১৭ মার্চ) ছবিটি মুক্তি পায়। মুক্তির দিনই নিজের আপত্তির কথা জানান রাষ্ট্রদূত। তার মতে, ছবিটি একেবারে ভুল তথ্যে ভরা। ছবির গল্পে দেখা যায়, সন্তানের দেখাশোনায় গাফিলতির অভিযোগে নরওয়ে সরকার এক দিন হঠাৎ করেই দেবিকার দুই সন্তানকে সরকারি হেফাজতে নিয়ে নেয়। সেখান থেকেই শুরু হয় এক বাঙালি মায়ের সন্তানদের ফিরে পাওয়ার যুদ্ধ।

এ ব্যাপারে নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘একজন নরওয়েজিয়ান হিসেবে আমার কর্তব্য পরিষ্কার করে দেওয়া যে, ছবিটিতে তথ্যগত ভুল রয়েছে। এই ছবিতে দুই দেশের সাংস্কৃতিক পার্থক্য দেখানো হয়েছে, সেটাও সম্পূর্ণ সত্য নয়।’

বাস্তবে যাকে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছে সেই সাগরিকা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তার সন্তানদের ঠিক মতো দেখাশোনা করতে পারছেন না। ছবিতেও দেখানো হয়, নিজের সন্তানদের হাতে করে খাওয়ানো, একসঙ্গে শোয়া নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সরকার। তাই শিশুদের নিরাপত্তার স্বার্থে সেই দেশের সরকার মায়ের কোলছাড়া করে দুই সন্তানকে।

যদিও এই তথ্যের বিরোধিতা করে নরওয়েজিয়ান দূত বলেন, ‘আমি এই তথ্য মানতে পারছি না। মা তার সন্তানকে হাত দিয়ে খাওয়াবে কিংবা এক বিছানায় বাচ্চার সঙ্গে শোবে বলে সন্তানকে মায়ের কোলছাড়া করবে রাষ্ট্র, এটা কোনো দেশেই হয় না। এই ছবিটি দেখতেই অস্বস্তি হচ্ছিল। আমার ভাবতেও খারাপ লাগছে আমার ভারতীয় বন্ধুরা ভাববে, নরওয়ের বাসিন্দারা কঠোর, যাদের হৃদয় নেই। যদিও সত্য মোটেও তেমন নয়।’

নরওয়ের রাষ্ট্রদূতের এমন অভিযোগ ও আপত্তির পাল্টা জবাব দেন সাগরিকা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি নরওয়ের রাষ্ট্রদূতের মন্তব্যের আপত্তি জানাচ্ছি। আমার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। এত বছর পরও নরওয়ে সরকার আমার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। তারা আমার জীবন নষ্ট করেছে, আমার সম্মান নষ্ট করেছে। আমার সন্তানরা এখনও ওই ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে।’

প্রসঙ্গত, অসীমা ছিব্বার পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানির স্বামী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটল তার। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ভ, বরুণ চন্দ, মিঠু চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, শাশ্বতী গুহ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন