জিবিনিউজ24ডেস্ক//
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতেছে ভারতীয় ছবি আরআরআর-এর নাট্টু নাট্টু গান। আর ১৪ বছর পর ভারতের ঘরে অস্কার প্রবেশ করায় ‘আরআরআর’ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুরকার এ আর রহমান।
‘নাটু নাটু’ অস্কার পাওয়ার পর পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছিলেন এ আর রহমান। তার মনে পড়েছিল স্লামডগ মিলিওনিয়ার ছবির জয় হো গানের কথা। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ভাইরাল হলো এ আর রহমানের এক সাক্ষাৎকার। যেখানে রহমান বলেছিলেন, সব ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত।
ভাইরাল হওয়া সাক্ষাৎকারে রহমান আরও বলেন, ভারত থেকে যে ধরনের ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। এ ব্য়াপারে আমরা ভুল করছি। পশ্চিমের মানুষ তো সেই সব ছবিগুলোর রস বুঝতে পারছেন না। ওদের দিক থেকেও তো ব্যাপারটা ভাবতে হবে। আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। ছবি নির্বাচনটা খুব ভুল হচ্ছে।
জন্মদিনের দিন ৬ জানুয়ারি সাক্ষাৎকারটি দিয়েছিলেন অস্কার জয়ী এ সুরকার। অর্থাৎ এবারের অস্কারের বহু আগেই তিনি কথাগুলো বলেছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন