জিবিনিউজ24ডেস্ক//
ইসলামোফোবিয়ার উত্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ উদ্বেগ প্রকাশ করেন।
শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যুতে শান্তি ও সহনশীলতার ওপর জোর দেন। তিনি ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন।
ড. মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে সবাইকে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ সময়কালে বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার গল্প ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরেন মোমেন।
মৌরিতানিয়াতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। পাশাপাশি ওআইসির ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন