জিবিনিউজ 24 ডেস্ক //
কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ। নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভককে মেনে নিলেও জনরোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন তিনি। খবর রয়টার্সের
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হোক সেটা আমি চাই না।’
দেশটিতে সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে এর আগে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হন সুরনবাই।
গত সপ্তাহে সুরনবাই পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার জাতীয় সংসদ জাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় এবং সে নিয়োগ প্রেসিডেন্ট সুরনবাই মেনে নেন। কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি।
এ অবস্থায় জাপারভক জনগণকে আশ্বস্ত করেছেন যে, তিনি সুরনবাইয়ের ওপরে চাপ অব্যাহত রাখবেন এবং তাকে পদত্যাগ করতে হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন