‘হাঁটুর বয়সী’ ছেলের সঙ্গে ‘ফুলশয্যার ট্রেনিং!’ -শ্রাবন্তী

  জিবিনিউজ24ডেস্ক//  

সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কোনো ছবি কিংবা ভিডিও আপলোড হবে এবং তা নিয়ে কোনো ধরনের ট্রোল হবে না, তা যেন আজকাল ভাবাই যায় না। বরাবরের মতো এবারও নেটপাড়ার ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। ‘হাঁটুর বয়সী’ ছেলের সঙ্গে ‘ফুলশয্যার ট্রেনিং’সহ নানান কটূ মন্তব্য শুনতে হলো তাকে।

শুক্রবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে বিয়ের সাজে হাজির হন শ্রাবন্তী। পরনে কমলা-গোলাপি রঙের কাতান বেনারসি। মাথায় ওড়না, শোলার মুকুট। গা ভরা সোনার গয়না। কলকে আঁকা সাজ। হাতে আলতা। শিল্পী রুদ্র সাহা শ্রাবন্তীর এক ব্রাইডাল ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর সঙ্গের পুরুষ মডেল রবি শাউ পরে আছেন লাল রঙের পাঞ্জাবি।

এই ভিডিওর কমেন্ট সেকশনে চোখ রাখলে চমকে উঠবেন যে কেউ! একজন লিখলেন, ‘এটা পঞ্চম বিশ্বযুদ্ধ নাকি!’ অপরজনের কমেন্ট, ‘মনে হচ্ছে আবার একটা বিয়ে খাব দিদির।’ তৃতীয়জন লিখলেন, ‘মাঝে মাঝে মনে হয়, বহুবিবাহ করার জন্যই এর জন্ম।’

শ্রাবন্তীর সঙ্গে থাকা পুরুষ মডেলের বয়স নিয়েও ভেসে এলো কটাক্ষ। এক নেটাগরিকের মন্তব্য, ‘সন্তানসম ছেলের সঙ্গে এসব যে কী করে… ভয় হয় কোনদিন না ফুলশয্যার ফটোশুট করে ফেলে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন