টাই বেঁধে গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশি তরুণ

  জিবিনিউজ24ডেস্ক//  

টাইয়ের উইন্ডসর নট বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বাংলাদেশি তরুণ মো. সামিন রহমান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্টের (আইইউবি) মার্কেটিং বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

চলতি মার্চ মাসেই গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান বাংলাদেশি এ তরুণ।

জানা যায়, মাত্র ১০ দশমিক ৯২ সেকেন্ডে টাইয়ের উইন্ডসর নট বেঁধে নতুন রেকর্ডটি গড়েন সামিন রহমান। আগের রেকর্ডটি ছিল ১২ দশকিক ৮৯ সেকেন্ড।

মো. সামিন রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্কুলের ইউনিফর্মের সঙ্গে আমাদের টাই পড়তে হতো। সেখানেই প্রথম টাই বাঁধা শিখি। তবে কখনও ভাবিনি এর জন্য আমি বিশ্বরেকর্ড গড়তে পারবো।’

গত বছর ১০ দশমিক ৯২ সেকেন্ডে উইন্ডসর নট বাঁধার একটি ভিডিওসহ গিনেস কর্তৃপক্ষের কাছে স্বীকৃতির জন্য আবেদন করেন সামিন। গিনেস কর্তৃপক্ষ তার আবেদনটি গ্রহণ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন রেকর্ডের কথা সামিনকে জানায় গিনেস। এরপরই চলতি মাসে মিলে সেই রেকর্ডের সার্টিফিকেট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন