চার বোনের ‘এক ভাই’ ছোটন

জিবিনিউজ24ডেস্ক//  

টুর্নামেন্ট শুরুর আগে ফটোসেশন। পাঁচ অধিনায়ক এক সঙ্গে ছবি তুললেন। এবার কোচদের পালা। পাঁচ কোচের মধ্যে চারজন নারী, একজন পুরুষ। সংবাদ সম্মেলন কক্ষে খানিকটা রসিকতা হচ্ছিল এ সময়। একমাত্র পুরুষ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনও ঠাট্টার সুরে বলেন, 'চার বোনের এক ভাই’।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকেই অনুর্ধ্ব পর্যায়েও কোচিং করাতে হয়। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে সিনিয়র ও জুনিয়র নারী দলের মধ্যে কোচের ভিন্নতা থাকে। তবে বাংলাদেশে এক ছোটনকেই সব সামলাতে হয়।

কমলাপুর স্টেডিয়ামে সাফ অ-১৭ টুর্নামেন্ট যখন চলবে ঠিক সেই সময় তাকে অনুশীলন করাতে হবে সাবিনাদেরও। কারণ এপ্রিলের প্রথম সপ্তাহেই অলিম্পিকের বাছাই পর্ব মিয়ানমারে। অনেক সময় এক সঙ্গে তিন দলকেও অনুশীলন করাতে হয় ছোটনকে। ছোটনের সঙ্গে লিটু,অনন্যারাও সমান পরিশ্রমই করেন।

একাধিক দল নিয়ে কাজ করলেও সম্মানী অবশ্য খুব বেশি পান না নারী দলের কোচরা। সাফ অ-১৭ টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ কোচ ছোটনই। দক্ষিণ এশিয়ায় তার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বেশ কয়েকবার। এবারও দেখাতে চান কিন্তু রাশিয়াকেই সামান্য সমীহ তার,‘ আমরা ঘরের মাঠে শিরোপার জন্যই নামব। রাশিয়া অত্যন্ত ভালো দল।’ 

ভারতের কোচ পিভি পিয়া মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে তিনি দলকে জর্ডানের সঙ্গে ম্যাচ খেলিয়েছেন। দুই মাসের বেশি প্রস্তুতি এই টুর্নামেন্টের জন্য। তিনিও ট্রফিতে চোখ রাখছেন, 'আমরা এই দলটি গড়েছি মূলত আগামী বিশ্বকাপ খেলার জন্য ( অ-১৭)। এই টুর্নামেন্ট থেকে সেই লক্ষ্য তৈরি করেছি।' নেপাল গত নভেম্বরে সাফ অ-১৫ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়ন দলেরই নব্বই শতাংশ খেলোয়াড় নেপালে। কোচ ভগবতী শিরোপার দৌড়ে স্বাগতিকদেরও রাখলেন, 'রাশিয়া এই টুর্নামেন্টে আসায় আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। ভারত ও বাংলাদেশ শিরোপার দাবি রাখে।'

অংশগ্রহনকারী পাচ দলের মধ্যে একমাত্র ভূটানের কোচ লাগাওয়ার কন্ঠ খানিকটা মৃদু,‘ আমাদের প্রত্যাশা উচু কিন্তু আমরা ভালো খেলে জিততে পারলেই খুশি।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন