জিবিনিউজ24ডেস্ক//
পুলের ধারে গাছের পাশে দাঁড়িয়ে একের পর এক পোজ দিচ্ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর তা ফ্রেমবন্দি করেই চলেছেন ক্যামেরাম্যান। অন্যদিকে ক্যামেরার পেছনে অপেক্ষা করেই চলেছেন নায়িকা নুসরাত জাহান। যশের এত এত ছবি তোলায় অধৈর্য হয়ে পড়েন তিনি।
কিছুদিন আগে একটি গানের ফেস্টিভ্যালের জন্য ভারতের উদয়পুর গিয়েছিলেন এই জুটি। মাঝে মাঝেই সেখানকার ছবি পোস্ট করছেন নুসরাত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশের ছবি-কাণ্ডের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।
নুসরাত কি যশের এমন কাণ্ডে চুপ থাকবেন? নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। ছবির মাঝে গিয়ে সবটাই ভন্ডুল করে দিলেন।
ভিডিওতে দেখা যায়, গাছের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন যশ। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করছিলেন ক্যামেরাম্যান। নুসরাত গিয়ে দাঁড়িয়ে পড়লেন যশের মুখের সামনে। ফলে নষ্ট হয়ে গেল ফ্রেম। তাতে অবশ্য রাগ করেননি যশ। এমনই এক মিষ্টি রিল নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নুসরাত। এই ভিডিওর পুরোটাই যে পরিকল্পনামাফিক করা হয়েছে, সেটা ভালো করেই বুঝেছেন ভক্তরা। তবে দুজনের এই খুনশুটি দেখে খুশি সবাই।
প্রসঙ্গত, আবারও বড় পর্দায় একসঙ্গে আসতে যাচ্ছেন যশ ও নুসরাত। ছবির নাম ‘শিকার’। সেই ছবিতে তাদের সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং। পুরোনো জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন