কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনাজয়

জিবিনিউজ 24 ডেস্ক //

বহু দুশ্চিন্তা, প্রতীক্ষার পর অবশেষে করোনাভাইরাস রিপোর্ট “নেগেটিভ” এলো বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

এমনকী, বর্তমানে চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন ৮৫ বছর বয়সী এই কিংবদন্তী।

বুধবার (১৪ অক্টোবর) অভিনেতার দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে কালজয়ী এই অভিনেতার টেস্ট রিপোর্ট “নেগেটিভ” এসেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বুধবার সন্ধ্যায় সৌমিত্রকন্যা পৌলমী বসু জানান, “আমার বাবা আজ আরও একটু ভালো আছেন, কালকের তুলনায় আজ ১% উন্নতি হয়েছে। আজও আরও কিছু পরীক্ষা করা হয়েছে, আগামীকাল সেগুলির রিপোর্ট হাতে পাবো হয়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ- আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য।”

একইসাথে, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে দু’বার প্লাজমা থেরাপিতে ভালো সাড়া দিয়েছেন অভিনেতা। গত শনিবার ও রবিবার পরপর দু-দিন দাদাসাহেব ফালকে বিজয়ী এই অভিনেতাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

বুধবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, উনি স্থিতিশীল, রাতে ভালো ঘুমিয়েছেন। শরীরে সোডিয়ামের পরিমাণ একটু বেশি রয়েছে। তাছাড়া, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটার স্বাভাবিক রয়েছে।

গত ৬ অক্টোবর করোনাভাইরাস আক্রান্ত সৌমিত্র ভর্তি হন বেলেভিউ হাসপাতালে, শুরুর দিকে তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার তা আচমকাই খারাপের দিকে চলে যায়। এরপর আইটিইউ’তে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিৎসকের একটি দল প্রতিমুহূর্তে সৌমিত্রর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তবে তার প্রোস্টেট ক্যানসার ফের মাথাচাড়া দিয়েছে, ছড়িয়ে পড়েছে ফুসফুস ও মস্তিষ্কে। মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। এই বিষয়গুলি প্রতিমুহূর্তে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন