জিবিনিউজ 24 ডেস্ক //
সারা দেশের সিনেমা হলগুলোতে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ অক্টোবর) এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন