প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের গৃহ প্রদান উপলক্ষে জেলা প্রশাসক এর প্রেস-ব্রিফিং

রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||

মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহদান ও উপহার হিসেবে ৪থ পর্যায়ে গৃহ ও জমি প্রদানের বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২২ মার্চ রোজ বুধবার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে সোমবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন,সদর উপজেলা ভূমি অফিসার সাদিয়া সুলতানা ।

এদিকে প্রেস ব্রিফিং থেকে জানানো হয়,মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামী ২২ মার্চ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ কার্যক্রম এর আওতায় দেশব্যাপী প্রায় ৩৯,৩৬৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তন্মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় মোট ৩,৬৩৮ টি গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।

মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪ টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০ টি সহ মোট ১০০৪ টি গৃহ আগামী ২২ মার্চ উদ্বোধন করা হবে। উদ্বোধনযোগ্য মোট ১০০৪ টি গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৭ টি, রাজনগর উপজেলায় ১৫৪ টি, কুলাউড়া উপজেলায় ৬৪ টি, জুড়ী উপজেলায় ১৬২ টি, বড়লেখা উপজেলায় ১০৯ টি, কমলগঞ্জ উপজেলায় ২০০ টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮ টি গৃহ রয়েছে। রাজনগর উপজেলায় সর্বশেষ তালিকা অনুয়ায়ী মোট ৩৬৩ জন গৃহহীন ছিল।
এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন, ৩য় পর্যায়ে ৫৯ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হয়। অবশিষ্ট ৯ জন কে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে।

আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে মর্মে পত্র পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলার মোট ৪,৬১১ জন গৃহহীন ও ভূমিহীন এর মধ্যে ইতোমধ্যে, ১ম পর্যায়ে ১,১২৬ টি, ২য় পর্যায়ে ১,১৫১ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে নির্মিত ৭৭৯ টি গৃহের মধ্যে ৬৫৫ টি গৃহ পূর্বে হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট ১২৪ টি গৃহহস্তান্তর করা হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন