জিবিনিউজ24ডেস্ক//
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা ‘থাপ্পড়’ সিনেমার পর ফের পরিচালক অনুভব সিন্হার সঙ্গে জুটি বেঁধেছেন। এ নিয়ে অনুভবের সঙ্গে করা তার চতুর্থ সিনেমা। কাজের সংখ্যা কমিয়েছেন আগের থেকে। এখন গুণগত মান বিচার করে সিনেমার জন্য সায় দেন তিনি। কারণ বলিউডে এখনও নাকি অভিনেত্রীদের পণ্য হিসেবেই দেখা হয়, জানালেন এ অভিনেত্রী।
দিয়া মির্জা বলেন, ‘আমি এর আগে যে রকম সিনেমাতে কাজ করেছি, তাতে নিজেকে শিল্পী কম, পণ্য বলেই বেশি মনে হয়েছে। এখনো অনেক সময় সিনেমাতে অভিনেত্রীদের পণ্য হিসেবেই ব্যবহার করা হয়। সেই কারণে অনেকেই এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন না।’
‘তুম বিন’, ‘দশ’, ‘রা.ওয়ান’-এর মতো সিনেমা পরিচালনা করার পর বলিউডে নিজেকে একেবারে নতুন করে প্রতিষ্ঠা করেছেন পরিচালক অনুভব সিন্হা। সামাজিক ও রাজনৈতিক ভাবনার ওপর ভিত্তি করেই সিনেমা তৈরিতেই এখন মন পরিচালকের। নিজেকে ‘অনুভব সিন্হা ২.০’ বলতে ভালবাসেন পরিচালক। কারণ, নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। আর এ নতুন ঘরানার সিনেমাতে তার সঙ্গে একাধিকবার কাজ করে ফেলেছেন তাপসী পন্নু, দিয়া মির্জার মতো অভিনেত্রীরা। বছর তিনেক আগে ‘থাপ্পড়’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা। এরপর ফের অনুভবের পরবর্তী সিনেমা ‘ভীড়’-এ দেখা যেতে চলেছে তাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন