মৌলভীবাজার কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজারের কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আকস্মিকভাবে কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া অর্ধ ঘন্টাব্যাপী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়ে উপজেলার সদর,পৃথিমপাশা, টিলাগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে লন্ড ভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কুলাউড়ায় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে টিলাগাঁও রেলস্টেশনের ঘরের টিন ও ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মালিক জানান, ঝড়ে টিলাগাঁয়ের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছবপুর, বালিয়া, লহরাজপুর, সালামতপুর, কামালপুর, শাহপুুর, বিজলী, আমানিপুর, পাল্লাকান্দি ও নইমপুর এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

এ ছাড়া ঝড়ের সময় টিলাগাঁও স্টেশনে আশ্রয় নেওয়া ৩ জন ও লালবাগ এলাকায় গাছ পড়ে ২ জন আহত হন বলে জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, টিলাগাঁও এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান ক্ষয়ক্ষতির বিষয়টি তাকে প্রাথমিকভাবে অবহিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, বিষয়টি শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন