জিবিনিউজ 24 ডেস্ক //
বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস ছালিক ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় রয়েল লন্ডন হসপিটাল ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছুদিন যাবত ডায়াবেটিস উচ্চ রক্তচাপসহ নানান রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী ২ ছেলে এক মেয়ে সন্তান রেখে গেছেন।
ব্রিকলেইন কে বাংলা টাউনে রূপান্তরিত করা, বর্ণবাদ বিরোধী আন্দোলন, আলতাব আলী পার্ক নামকরণ, শহীদ মিনার প্রতিষ্ঠা, বৈশাখী মেলা, লন্ডনে বাংলা ভাষা চর্চা সহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া প্রতিষ্ঠায় তিনি অবদান রেখে গেছেন। ।
তিনি সিলেটের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি নির্বাচিত। তার নামাজের জানাযা কখন হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আব্দুস ছালিক এর ছোট বোনের স্বামী নেছার আলী এই খবর নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন