বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা ফিনল্যান্ডের রাষ্ট্রদূতের

জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিত্বা রুক্কু রন্ডে।

মঙ্গলবার (২১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী সাক্ষাতে আসেন রাষ্ট্রদূত রিত্বা। এ সময় বাংলাদেশের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গসমতা অর্জনসহ অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে অভিহিত করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। তিনি সবুজ তৈরি পোশাক খাত, সোলার হোম সিস্টেম এবং কর্মশক্তি হিসেবে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথাও উল্লেখ করেন।

এছাড়া উভয়পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে শক্তি উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং জাহাজ রিসাইক্লিং, জৈব-উপাদানভিত্তিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, ইউক্রেনে যুদ্ধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন